শিক্ষিত কিংবা কমশিক্ষিত ক্ষুদ্র উদ্যোক্তা বা বেকার যুবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুঁজির সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
প্রশিক্ষনের উদ্দেশ্যঃ
একজন উদ্যোক্তা ব্যবসা শুরু করার জন্য কী করতে পারেন, কীভাবে বাজার সম্পর্কে বুঝবেন, কী পণ্য উৎপাদন করবেন, খরচ, কাঁচামাল, বাজারজাতকরণ, বাজার সম্প্রসারণ, নিত্যনতুন পণ্য তৈরি, রফতানি বৃদ্ধি, দেশ-বিদেশের বাজার সম্প্রসারণ, ঝুঁকি এবং কীভাবে সফল উদ্যোক্তা হবেন সে সম্পর্কে হাতে কলমে ধারণা দেওয়া।
প্রশিক্ষনার্থির যোগ্যতাঃ
ক্ষুদ্র উদ্যোক্তা বা বেকার যুবক যে কেউ প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পারেন। যারা উদ্যোক্তা হিসেবে কিছুটা অভিজ্ঞ কিংবা যারা ব্যবসায় একেবারে নতুন সবার জন্যই প্রশিক্ষণ উন্মুক্ত। শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম পাস (সর্বনিম্ন)
প্রশিক্ষনের বিষয় ও মেয়াদঃ
শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স -৫ (পাঁচ) দিন ব্যাপি,
প্রশিক্ষন পদ্ধতিঃ
আইএলওর সর্বাধুনিক ব্যবসা প্রসারের কারিকুলাম অনুসারে নেটওয়ার্কিং, আইস ব্রেকিং, বিজনেস প্ল্যান, বিজনেস লার্নিং উইথ প্লে অ্যান্ড গেমিং পদ্ধতিতে উদ্যোক্তাদের উৎসাহিত করা হবে। এটি একটি কার্যকরী বৃহৎ ব্যবসা সম্প্রসারণ পদ্ধতি।
প্রশিক্ষন কোর্সের বিষয়বস্তুঃ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS